মুকুটমনিপুর জলাধার থেকে ছাড়া হল জল

22nd September 2021 3:22 pm বাঁকুড়া
মুকুটমনিপুর জলাধার থেকে ছাড়া হল জল


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  ক্রমশ বাড়ছে মুকুটমনিপুর জলাধারে জলের স্তর। জলাধারের  জলস্তর বৃদ্ধি পাওয়ায় গতকাল  থেকে কংসাবতী নদী পথে জল ছাড়া শুরু করে কংসাবতী কতৃপক্ষ। শুরুতে ১০০০০ কিউসেক জল ছাড়া  হলো। ভারী বৃষ্টির জেরে মুকুটমনিপুর জলাধারে জলের স্তর বৃদ্ধি পাচ্ছে।  গতকাল  রাত্রে জলাধারে জলের লেবেল ছিল।রেবেল কমার কারণে জল ছাড়ার পরিমাণ এখন পাঁচ হাজার কিউসেক করা হয়েছে  আবার ব্যাপক হারে জলাশয়ে জল ঢুকে    যেহেতু জলাধারে প্রচুর পরিমানে জল প্রবেশ করছে সেই কথা মাথায় রেখে ধীরে ধীরে জল ছাড়ার মাত্রা বাড়ানোর কথা ভাবছে কংসাবতী কতৃপক্ষ।

আর জল ছাড়ার ফলে সমস্যায় পড়তে হবে অসংখ্য চাষীদের পাশাপাশি বন্যাকবলিত ঘাটাল দাসপুর সহ বিস্তীর্ণ এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। কংসাবতী সেচ দপ্তর সূত্রে খবর নিম্নচাপের পরিস্থিতি দেখে আবারও জলের পরিমাণ বাড়ানো হতে পারে।  





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।